আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বৈষম্য, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বৈষম্য, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

Sharing is caring!

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী কলেজগুলোতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়ে কলেজ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে ২০২৬ সালে ছুটি কমেছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে। রমজান মাসের শুরুতে এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।

এনিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

কুরসিয়া কাজল নামের এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির এই বৈষম্য শিক্ষক সমাজে বিভেধ সৃষ্টি করবে।’
সুমাইয়া নামের একজন লিখেছেন, সব শিক্ষকদের যদি আমরা একই দৃষ্টিতে দেখতে না পারি তাহলে শিক্ষা ও প্রতিষ্ঠানের অগ্রগতি অসম্ভব। সবাইকে তার প্রাপ্য অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়া সরকারের কর্তব্য।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুমিনুল হক লিখেছেন, ‘রোজায় কলেজ ছুটি, স্কুল খোলা।

Manual7 Ad Code

কেন এই দ্বিচারিতা? স্কুলও বন্ধের দাবি জানাই।’
সরকারি-বেসরকারি কলেজের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে- পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে আরও ১০ দিনের ছুটি রয়েছে।

পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে। এ ছাড়াও ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারও ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তথ্য সুএঃ কালেরকন্ঠ

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code