আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখার বোবারথলে সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০১:২৪ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাহাড়ি জনপদ বোবারথল এলাকায় সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঝগান্ধাই বাজারে বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল কদ্দুস, মাহতাব উদ্দিন, আব্দুস শুকুর, আব্দুল হাসিম প্রমুখ।
বক্তারা বলেন, ১১টি গ্রামের ৯৮৬টি পরিবারের প্রায় ১৮ হাজারের অধিক স্থানীয় বাসিন্দা দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে বোবারথল এলাকায় বসবাস করে আসছেন। চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বে-আইনীভাবে বোবারথল খাস খতিয়ানের জমি আত্নসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর একাধিক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তামাদি মোদ্দতের বহু উর্দ্ধকাল যাবৎ প্রায় ৬০ বছর এলাকায় বসতবাড়ী তৈরি করে ভোগদখল ও শাসন সংরক্ষণ করে আসছে। এখানে ভোট কেন্দ্র, বিজিপি কেন্দ্র, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, ৫টি হাট বাজার, ২টি খ্রিস্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি জামে মসজিদ, ৪টি খাসিয়া গির্জা ইত্যাদি রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে সীমান্ত এলাকা হিসেবে বোবারথল ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্র।
ভোটের অধিকার আছে, কিন্তু ভূমির অধিকার নেই উল্লেখ করে বক্তারা সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে ভূমির অধিকার পাওয়ার জন্য এবং নিরহ লোকজনদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বোবারথল এলাকার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code