আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
নানা আয়োজনে সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন।বড়দিন উপলক্ষে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ আলোকসজ্জাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।আজ বুধবার ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আজ বুধবার (২৫:ডিসেম্বর) সকাল ১০টায় চার্চে শোনানো হয় ধর্মবাণী। সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় কাটা হয় বড়দিনের কেক। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী, চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।
দিনব্যাপী আরো বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের মহতী আয়োজন।
Manual1 Ad Code
Manual5 Ad Code