আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৩:১৬ অপরাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!


Manual4 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার ১৪ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম -সেবার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে আল হামরা শপিং সিটির  নূরানী জুয়েলার্সে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণ উদ্ধার করার জন্য পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন মার্কেটের সামনের রাস্তায় হকারদের উপস্থিতির কারণে তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, ফলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এছাড়া শহরের মার্কেট সমূহের সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ সিএনজি দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করছে।ব্যবসায়ী নেতৃবৃন্দ  বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পুনরায় চালু করতে তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, চুরি হওয়া  স্বর্ণ উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যহত আছে। ইতোমধ্যে চোরদের সনাক্ত করা হয়েছে এবং অতিদ্রুত তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে । তিনি ব্যবসায়ীদের  মার্কেটে এবং দোকানে আধুনিক মানের ক্যামেরা, বিশেষত থ্রি সিক্সটি ডিগ্রী ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেছেন।

Manual3 Ad Code

হকার উচ্ছেদ নিয়ে পুলিশ কমিশনার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এবং চূড়ান্তভাবে হকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।
এছাড়া, সিলেট শহরের রাস্তার যানজট নিরসন, ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
Manual1 Ad Code
Manual5 Ad Code