আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু’র বসতবাড়িে ককটেল বিস্ফোরণ 

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
বাঘায় বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু’র বসতবাড়িে ককটেল বিস্ফোরণ 

Sharing is caring!

Manual8 Ad Code
দোয়েল, বাঘা,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি’র একাধিক নেতা জানান,ককটেল নিক্ষেপের পর খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বিস্ফোরিত এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফিরোজ হাসান মিঠু ও বাবলুর ছোট ভাই বলেন, বিকট শব্দ শুনে আমি বাড়ির বাইরে এসে দেখি ৪-৫ জন লোক বাড়ির দক্ষিণ দিক দিয়ে চলে যাচ্ছে।
এ সময় আমরা কিছু লোকজন তাদের ধাওয়া করি কিন্তু ধরতে পারিনি। তিনি আরও জানান, দু’ টি ককটেল বাড়ির মধ্যে ও একটি ককটেল বাড়ির সামনে বিস্ফোরণ হয়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন,ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। লোকমুখে শুনেছি আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তিনি আরও আরও বলেন,  পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
 ঘটনাটি এলাকায় জানাজানি হলে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা ঘটনা স্থলে গিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল দৃশ্যমান বস্তু উদ্ধার করা হয়েছে।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Manual1 Ad Code
Manual6 Ad Code