আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

Sharing is caring!

Manual3 Ad Code
আবির হোসেন সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরায় আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে সেবা ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) ৩নং চম্পাফুল ইউনিয়নের ১নং ওয়ার্ড চাম্পাফুল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউনিয়ন সংস্কার ও বেকার দূরীকরণ, মাদকমুক্ত, চাঁদাবাজি মুক্ত, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে গ্রামবাসীকে নিয়ে সম্মিলিতভাবে এ আলোচনা সভার আয়োজন করেন শেয়ার পয়েন্ট লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও আলমগীর কবির ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির।
সভায় গ্রামের স্কুল শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন নেতাকর্মী, সকল ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামের গুণীজনরা উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির বলেন, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একযোগে কাজ করতে চাই। আমাদের এলাকায় মাদক, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপকর্ম আমরা সম্মিলিতভাবে রুখে দিব। সকলে সংঘবদ্ধভাবে কাজ করে আমাদের ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিণত করবো। একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে আমাদের এই প্রয়াস।
প্রসঙ্গত, ফাউন্ডেশনটি ইউনিয়নের রাস্তা, মসজিদ ও মন্দির সংস্কার, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা, গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য, দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যসহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে শনিবার (২৫ জানুয়ারি) ও রোববার (২৬ জানুয়ারি) চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই দিনব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে এই ফাউন্ডেশন।
Manual1 Ad Code
Manual8 Ad Code