আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন খেলায় গড়াগড়ি ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
বাঘায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন খেলায় গড়াগড়ি ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন

Sharing is caring!

Manual2 Ad Code
দোয়েল,  বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব-২০২৫  উপলক্ষে রাজশাহীর বাঘায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় গড়গড়ি ইউনিয়ন পরিষদ ৩-১ সেটে বাঘা পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (০১-০২-২০২৫) রাতে বাঘায় উপজেলা পরিষদ চত্বরে অফিসার ক্লাব সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে বাঘা উপজেলা প্রশাসন এই খেলার  আয়োজন করে  ।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাপ্পি ও রানা।  ধারাবিবরণী ও উপস্থাপনায় ছিলেন শরিফুল ইসলাম, বিপ্লব কুমার ও প্রভাষক হানিফ মিয়া।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পতি মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিহা সুলতানা ডলি, সহকারী কমিশনার (ভূমি),  নির্বাচন অফিসার গোলাম আযম, গড়গড়ি ইউনিয়ন প্রশাসক ও আইসিটি অফিসার এসএমজি আজম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, ফাহমিদা সুলতানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।    খেলা শেষে অতিথিরা_ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি  তুলে দেন। বাঘা শাহ্দৌলা স্পোর্টস একাডেমির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারকে  সম্মাননা স্মারক ক্রেষ্ট দেয়া হয়। আয়োজকরা জানান,উল্লেখ্য টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
Manual1 Ad Code
Manual3 Ad Code