আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় সুলতানপুর শাহী জামে মসজিদের আহ্বায়ক  কমিটি গঠন  

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ
কাপাসিয়ায় সুলতানপুর শাহী জামে মসজিদের আহ্বায়ক  কমিটি গঠন  

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

Sharing is caring!


Manual5 Ad Code
আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ
কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী সুলতানাপুর দরগাপাড়া শাহী জামে মসজিদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মসজিদ চত্বরে শতশত মানুষের উপস্থিতিতে ৫ সদস্যের  আহবায়ক কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি মাওলানা মাহামুদুল আলম নজরুল সভাপতিত্বে শহীদুল্লাহ্ মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির যুগ্ম  সাধারণ সম্পাদক মো. চান মিয়া,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, যুবদল নেতা শফিকুল ইসলাম, আবু হানিফা,স্থানীয় ইউপি মেম্বার রিয়াজ উদ্দিন প্রমুখ।
সবার সর্বসম্মতি ক্রমে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, সাবেক সভাপতি মাওলানা মাহামুদুল আলম নজরুল কে আহবায়ক ও মাওলানা মামুনার রশিদ,আবুল কাসেম, শহীদুল্লাহ্ মাস্টার, জাহাঙ্গীর আলমকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে  আহবায়ক কমিটি সদস্যরা পূনাঙ্গ কমিটি করবে বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code