আজ শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে ছাত্র শিবিরের ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:০৫ অপরাহ্ণ
শিবগঞ্জে ছাত্র শিবিরের ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Sharing is caring!

রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ স্লোগানে শিবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার উদ্যোগে স্থানীয় চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠ থেকে বিশাল র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইদ কুতুব সাব্বির। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ আল ইমরান, সাবেক সভাপতি রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিবির নেতা আবু হানিফ, উপজেলা শিবির নেতা সোহান ইসলাম, নুরনবীসহ ৫ শতাধিক দলীয় নেতাকর্মী।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও মানবিক গুণাবলী দিয়ে মানুষকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।