আজ রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জের হরিপুর চলনাকাঁথী মাদ্রাসায়  শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
শিবগঞ্জের হরিপুর চলনাকাঁথী মাদ্রাসায়  শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান 

Oplus_0

Sharing is caring!

Manual3 Ad Code
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)  দুপুরে মাদ্রাসা চত্বরের অধ্যক্ষ মাওঃ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ।
সহকারী অধ্যাপক আখতার হোসেনের পরিচালনায়  আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাওঃ আলী আজম, সহকারী অধ্যাপক জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষার্থী শামিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক উমামা আক্তার, গাজিুল হক, খালেদা খাতুন, প্রভাষক হান্নান মিয়া, মাসুদ রানা, খলিলুর রহমান, জেসমিন আক্তার, সহকারী শিক্ষক ছেফাতুল্লাহ, সাইদুর বারী, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম, মামুনুর রশিদ, ফজলার রহমান, এবতেদ্বায়ী প্রধান আব্দুল আলিম প্রমুখ।
প্রসঙ্গতঃ ১৯৩২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর হতে অত্র এলাকায় সুনামের সহিত সহশিক্ষা ও দ্বীনি শিক্ষা প্রচার করে আসছে। দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী স্বরণী আক্তার, সুরাইয়া আক্তার কামরুন্নাহার, রাদ আরাফাত, হিয়া মনি, সাদিকা নৌশিন, তানিয়া আক্তার সাদিয়া খাতুন,নাফিস হোসাইন, সুমাইয়া, উম্মে হাবিবা, সামিয়া খাতুন, রাবেয়া আক্তার, সুমাইয়া, আতিকুল, আব্দুর রাজ্জাক ও দিনাকে সংবর্ধনা দেওয়া হয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code