আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে অন্যায়ভাবে জায়গা বিক্রির পায়তারার প্রতিবাদে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
শিবগঞ্জে অন্যায়ভাবে জায়গা বিক্রির পায়তারার প্রতিবাদে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার সংবাদ সম্মেলন

Oplus_131072

Sharing is caring!

Manual8 Ad Code
রবিউল ইসলাম রবি শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে অন্যায়ভাবে নিজ জায়গা বিক্রির পায়তারার প্রতিবাদে শিবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার আব্দুল গফুর খন্দকার এ সংবাদ সম্মেলন করেন। সে শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের মৃতঃ ডাক্তার হানিফ উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার শিবগঞ্জ পৌরসভা এলাকাধীন বানাইল মৌজার জেএল নং ১৫৩, হাল দাগ নং ২৫৬৭, রূপালী ব্যাংক এর দক্ষিণ পাশে ও মহাস্থান রোডের পশ্চিম পাশে খন্দকার মার্কেটের একটি দোকান ঘর আছে। উক্ত দোকান ঘরের পাশে বিদ্যুৎ সংযোগ, পানির লাইনের কাজ ও দোকান ঘর রং করাসহ বিভিন্ন কাজের জন্য প্রায় ০.১৫ শতক জায়গা ফাঁকা রেখেছি। আমার দোকানের পাশে বগুড়া সদর থানাধীন সরলপুর গ্রামের  হাজী সোলায়মান আলীর একটি দোকান ঘর আছে। যাহার হাল দাগ নং ২৫৬৬। জমির পরিমাণ ০.৫০ শতক। বিবাদী তার ০.৫০ শতক এর জায়গাটি শিবগঞ্জ পৌরসভা এলাকাধীন চকভোলাখা গ্রামের মৃতঃ আব্দুর রহিমের ছেলে সুলতান প্রামাণিকের নিকট বিক্রি করবে মর্মে বায়নাপত্র প্রদান করেছে বলে আমি শুনেছি। বিবাদী সোলেমান আলী আমার ০.১৫ শতক জায়গা সহ সুলতানকে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার পাঁয়তারা করছে।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি কোন অশান্তি চাই না, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি একজন বয়োজ্যেষ্ঠ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি বিবাদীদ্বয়কে জায়গাটি বারবার পরিমাপ করে সীমানা নির্ধারণ করার কথা বললেও তারা আমার কথায় কোন কর্ণপাত করেনি। আমি অনেকটা নিরুপায় হয়েই গত ২৬-২-২০২৫ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি), শিবগঞ্জ, বগুড়া বরাবর একটি অভিযোগ দায়ের করেছি।
তিনি প্রশাসনের নিকট সরকারি সার্ভেয়ার দ্বারা জায়গাটি পরিমাপ করে সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code