আজ রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চা-বাগানের ৪৪ কৃতী শিক্ষার্থীর গৌরবময় সংবর্ধনা

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ
চা-বাগানের ৪৪ কৃতী শিক্ষার্থীর গৌরবময় সংবর্ধনা

Sharing is caring!

Manual7 Ad Code
তাপস দাশ শ্রীমঙ্গল:
বৃহত্তর সিলেটের অন্যতম বৃহৎ ও চা-জনপদের সর্ববৃহৎ শিক্ষার্থী সংগঠন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ (উৎস)-এর উদ্যোগে চা-বাগানের মেধাবী ৪৪ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। দেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
বুধবার (২ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত মহসিন অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা-২০২৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস-এর ২০২৩-২৪ কার্যকরী পরিষদের সভাপতি মুক্তা দোষাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. সুধাকর কৈরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, রাজনগর সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত যাদব, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর সভাপতি অশোক রঞ্জন পাল, এবং এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি)-এর বুনন বিভাগের প্রধান রূপু পাশী।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এই তরুণ প্রজন্মের মেধা ও পরিশ্রমই একদিন চা-শ্রমিক সম্প্রদায়ের অগ্রগতির ভিত্তি গড়ে তুলবে। তাঁরা প্রত্যাশা করেন, এ শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা-জনগোষ্ঠীকেন্দ্রিক প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা ‘উৎকর্ষ’-এর মোড়ক উন্মোচন। বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. সুধাকর কৈরী। সদ্য সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতীকী উপহার হিসেবে ‘উৎকর্ষ’-এর একটি করে কপি প্রদান করা হয়, যা তাদের সাহিত্য-সংস্কৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বাড়িয়ে তুলবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সালের জন্য নতুন আংশিক কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
নতুন কার্যকরী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ হলেন—
সভাপতি: সজীব কুমার যাদব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)সাধারণ সম্পাদক: শুভ কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়) অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সিনিয়র সহ-সভাপতি: বৃষ্টি অধিকারী,সহ-সভাপতি: ইতি যাদব, সৌরভ যাদব,যুগ্ম-সাধারণ সম্পাদক: জয় কৈরী,সাংগঠনিক সম্পাদক: অপূর্ব ভর,কোষাধ্যক্ষ: অমিত শেখর ভরদ্বাজ,দপ্তর সম্পাদক: বন্যা উরাং,প্রচার সম্পাদক: প্রদীপ পাশী।
নতুন কমিটি ভবিষ্যতে চা-জনগোষ্ঠীর শিক্ষার্থীদের কল্যাণে আরও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তাদের অগ্রযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই আয়োজন শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়, বরং চা-বাগানের শিক্ষার্থীদের জন্য এক নতুন অনুপ্রেরণার বাতিঘর। এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাসী করে তুলবে, আর নতুন প্রজন্মের কাছে শিক্ষার আলোকবর্তিকা পৌঁছে দেবে।
Manual1 Ad Code
Manual2 Ad Code