আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ওয়ার্ড কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ওয়ার্ড কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) ওয়ার্ড কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি), কনসালটেন্সি সার্ভিসেস (আইইউজিআইপি) এর সহযোগিতায় ও মৌলভীবাজার পৌরসভার আয়োজিত কর্মশালার সমাপনী রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিচালক বুলবুল আহমেদ।
দিনব্যাপি এই কর্মশালায় এলজিইডির সদর দপ্তরের আইইউজিআইপি প্রকল্পের ট্রেনিং স্পেশালিষ্ট মোঃ জাফরুল কুদ্দুছ এবং আইইউজিআইপি আঞ্চলিক সমন্বয়কারী (পৌরসভার অর্থ) মোঃ জিনারুয়াল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, স্ত্রী ও শিশু রোগের চিকিৎসক এবং জেনারেল ফিজিশিয়ান সনোলজিস্ট ডাঃ বর্ণালী দাশ সহ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং ৪,৬,৮ ও ৯নং ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষকরা বক্তব্যে বলেন, ওয়ার্ড কমিটি সদস্যরা যত বেশি সক্রিয় হবেন, পৌর এলাকার উন্নয়নে তত বেশি গতি আসবে। নগরের উন্নয়ন ও সঠিক পরিচালনায় জনগণের অংশগ্রহণ জরুরি। প্রতিটি ওয়ার্ডে এই কমিটি তাদের সক্রিয় অংশগহণ ও সহযোগিতার মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত সুষম উন্নয়ন আরো বেশি গতিশীল হবে। কমিটিতে সমাজের সকল স্তরের লোকজনের উপস্থিতি রয়েছে। আশা করছি, আপনারা আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে এর কার্যপরিধি সম্পর্কে ধারণা পাবেন এবং আমাদের কাজকে এগিয়ে নিতে সহায়তা করবেন।