শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী চা শ্রমিক সমাবেশ ও বার্ষিক সাধারণ সভা। ঐতিহ্যবাহী রাজঘাট চা বাগানের সবুজাভ প্রান্তরে হাজারো শ্রমিকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নাটমণ্ডপ এলাকা।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কথা কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং রাজঘাট চা বাগানের ডিজিএম মো. নুরু নবী প্রমুখ।
ভোরের আলো ফোটার আগেই বালিশিরা ভ্যালির বিভিন্ন চা বাগান থেকে ট্রাক, বাস ও ট্রাক্টরে চড়ে নারী-পুরুষ শ্রমিকেরা দলে দলে সমবেত হন সমাবেশস্থলে। সবার চোখেমুখে ছিল উৎসবের আনন্দ, অধিকার আদায়ের প্রত্যয়, এবং শ্রমের মর্যাদার দাবি।
চা শ্রমিকদের দীর্ঘদিনের ইতিহাস, তাদের সংগ্রাম, অধিকার ও স্বপ্নের কথা উঠে আসে বক্তাদের ভাষণে। বক্তারা বলেন, ‘‘এই শ্রমিকরাই দেশের চা শিল্পের মূল চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত না করে এই শিল্পের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।’’
সমাবেশ শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ। দেশের বিভিন্ন ভ্যালি থেকে আগত ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।
এই দিনটি শুধু একটি স্মারক দিবস নয়, বরং তা ছিল চা শ্রমিকদের ঐক্য, সংহতি ও সংগ্রামের এক জীবন্ত প্রকাশ। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন যে আরও সাহস ও প্রেরণা যোগাবে, সে প্রত্যাশা রইল সকলের।