আজ সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

editor
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Sharing is caring!

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

শনিবার (২৪ মে) ভোরে উপজেলার উত্তর কালাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমারে চুরি করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রাসেল একই গ্রামের তবারক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাসেলের বিরুদ্ধে পূর্বেও একটি চুরির মামলা ছিল বলেও জানান তিনি।