আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
ক্রীড়া ডেস্ক:
সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।আগে ব্যাটিংয়ের কারণ হিসেবে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, টসে জিতলে তিনি ফিল্ডিংই নিতেন। যার অর্থ দাঁড়ায়, দুই অধিনায়কেরই ইচ্ছা পূরণ হয়েছে।
বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছে চলতি মাসেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটি শেষ হয়েছে ২–১ ব্যবধানের হারে।
আর পাকিস্তান সর্বশেষ বিশ ওভারের ম্যাচ খেলেছে গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে পাকিস্তান হেরেছিল ৪–১ ব্যবধানে। নিজেদের সর্বশেষ সিরিজে হেরে যাওয়া দুই দল এবার মুখোমুখি হারের যন্ত্রণা ভোলার অভিযানে।
গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির একাদশই রেখে দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশঃ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশঃ
ফখর জামান, সাইম আউয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।
Manual1 Ad Code
Manual4 Ad Code