আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না’, কাদের ইঙ্গিত করলেন তামিম

editor
প্রকাশিত জুন ৬, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না’, কাদের ইঙ্গিত করলেন তামিম

Sharing is caring!

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার পিছু নিয়েছেন এবং ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন— এমন অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাদের উদ্দেশে সাফ কথা জানিয়েছেন তামিম, ‘কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তবে হঠাৎ এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি জাতীয় দলের সাবেক এই ওপেনার।

ধারণা করা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা ঘিরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতেই এমন বার্তা দিয়েছেন তামিম।

নিজের অবস্থান পরিস্কার করে তিনি বলেন, ‘কারও কোনো ধারণা কিংবা ব্যাখ্যা, সেটিই কাউকে অভিযুক্ত করার ভিত্তি হতে পারে না।’

Manual5 Ad Code

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তামিম ইকবাল। পোস্টটি প্রকাশের পরপরই তা নিয়ে আলোচনা শুরু হয় ক্রীড়া অঙ্গনে।

Manual2 Ad Code

পোস্টে তামিম লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিম ইকবালের এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, তিনি কারো ব্যক্তিকত আক্রমণ ও উদ্দেশ্যমূলক প্রচার থেকে নিজেকে দূরে রাখতে চান। তিনি আরও লেখেন, ‘যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

পোস্টে তামিম একটি তদন্ত প্রতিবেদন সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল।’

তামিম আরও জানান, তার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আনা হয়নি, এমনকি তাকে তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও করা হয়নি। তার ভাষায়, ‘আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’

সবশেষে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

Manual1 Ad Code

 

 

তথ্য সুএঃ ইত্তেফাক 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code