আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে এখনই আপনার বাড়িতে মেনে চলুন এই ৫টি নিয়ম

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ণ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে এখনই আপনার বাড়িতে মেনে চলুন এই ৫টি নিয়ম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Sharing is caring!

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, কিছু সহজ নিয়ম মেনে চললেই এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিক রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা। এজন্য ঘরে থাকা সাধারণ সাবান-পানির দ্রবণ ব্যবহার করেই সহজে লিক পরীক্ষা করা যায়। সিলিন্ডার, পাইপ এবং রেগুলেটরের সংযোগস্থলগুলোতে ফেনা তৈরি হলে বুঝতে হবে লিক হচ্ছে।

Manual2 Ad Code

সিলিন্ডার রাখতে হবে ঠান্ডা ও সোজা জায়গায়

গ্যাস সিলিন্ডার এমন স্থানে রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো বা অন্য কোনো তাপের উৎস নেই। পাশাপাশি সিলিন্ডার দাহ্য বস্তু—যেমন কাগজ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি—থেকে দূরে রাখা উচিত।

Manual8 Ad Code

রান্নার সময় ও পরে বিশেষ সতর্কতা জরুরি

Manual5 Ad Code

রান্না করার সময় চুলা ও রেগুলেটর খোলা রাখার পর রান্না শেষে অবশ্যই তা বন্ধ করতে হবে। রান্নাঘরের দরজা-জানালা খোলা রাখার পরামর্শ দিয়ে বলা হয়, এতে ভেতরে গ্যাস জমে থাকলে দ্রুত বেরিয়ে যেতে পারে, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার নয়

মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত গ্যাস সিলিন্ডার কখনোই ব্যবহার করা উচিত নয়। এছাড়া সিলিন্ডারে কোনো ধাক্কা লাগা বা অতিরিক্ত গরম হওয়া এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্ক থাকুন, দুর্ঘটনা এড়ান

রান্নাঘরে গ্যাসের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে চুলা ও রেগুলেটর বন্ধ করতে হবে। কোনো বৈদ্যুতিক সুইচ চালু বা বন্ধ করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই আগুনের সংস্পর্শে না আসতে সতর্ক থাকতে হবে।

Manual4 Ad Code

সিলিন্ডার পরিবহনের সময়ও প্রয়োজন বাড়তি সচেতনতা

সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের পর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার আগে অন্তত এক ঘণ্টা গ্যাসকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া সিলিন্ডারটি নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে মরিচা পড়া থেকে রক্ষা করা যেতে পারে।

গ্যাস সিলিন্ডার নিরাপদে ব্যবহারে সাধারণ মানুষের আরও সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণই পারে দুর্ঘটনা কমিয়ে আনতে।

 

 

তথ্য সুএঃ জনকণ্ঠ 

Manual1 Ad Code
Manual8 Ad Code