আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ২১ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ীর

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২১ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ীর

Sharing is caring!

Manual1 Ad Code

মোঃ মুনসুর রহমান,সাতক্ষীরা,

সাতক্ষীরায় নিখোঁজের ২১ দিনেও মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু (৩২) নামের এক ইটভাটা ব্যবসায়ীর সন্ধান মেলেনি। গতসোমবার (২৬ মে ২০২৫) সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি।

এ ঘটনায় বুধবার (০৪ জুন ২০২৫) নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবু এর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং—১৮৮।

Manual1 Ad Code

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী ও সাতক্ষীরা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে সে (মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু)। নিখোঁজের দিন তার গায়ে সাদা রংয়ের শার্ট ও পরণে কালো রংয়ের প্যান্ট ছিল। গায়ের ফরসা, উচ্চতা ৫ ফুট। মুখমণ্ডল হালকা গোলাকার। আরও জানা গেছে, তার একটি মোবাইল (০১৯৯৮—৫০৯০৬০) ফোন ছিল। যার নম্বর বর্তমানে বন্ধ। আরও জানা গেছে, প্রায় ২ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী হিসেবে দায়িত্বরত ছিল।

Manual2 Ad Code

এঘটনায় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আপনি জিডির আইও সাথে যোগাযোগ করেন তিনিই বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারবেন। তবে এই জিডির আইও এসআই পিংকু মণ্ডলের সেল (০১৬৪০২৩৩৮২৩) নম্বরে কয়েকবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Manual3 Ad Code

এবিষয়ে নিঁখোজ সরোয়ার হোসেন ওরফে বাবুর মা জরিনা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে ভালোই ছিলাম। তবে ২৬ মে আমার বড় ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাড়া প্রতিবেশীদের বাড়ির পাশাপাশি সকল সম্ভাব্য স্থানে আত্মীয়—স্বজনরা মিলে অনেক খেঁাজাখুঁজি করেছি। অদ্যবধি পাইনি। সেজন্য ছেলের সন্ধান পেতে  জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Manual1 Ad Code

এব্যাপারে নিখেঁাজের ভাই মোঃ আবুল খায়ের সোহেল জানান, আমার ভাইয়ের খোঁজা—খুঁজির কাজ অব্যাহত আছে, তাকে খুঁজে পাওয়া মাত্রই সাতক্ষীরা থানা কতৃর্পক্ষকে অবহিত করিব। তিনি আরও জানান, আমার ভাইকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার কাজে ব্যস্ত থানায় সাধারণ ডায়েরী করিতে বিলম্ব হয়েছিল। কোনো ব্যক্তি আমার ভাইকে সন্ধান পেলে এই সেল (০১৭৫৭২৭৩৯৪০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

Manual1 Ad Code
Manual7 Ad Code