আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর গৃহবধূর বস্তাবন্দী টয়লেট থেকে লাশ উদ্ধার

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০২:১২ অপরাহ্ণ
পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর গৃহবধূর বস্তাবন্দী টয়লেট থেকে লাশ উদ্ধার

পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর গৃহবধূর বস্তাবন্দী টয়লেট থেকে লাশ উদ্ধার

Sharing is caring!

Manual3 Ad Code
মো: লাতিফুর রহমান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার লিটনের  স্ত্রী।
ওই গৃহবধুর বাবা ইকরামুল হক জানান, নিহত রিমু ৫ মাসের অন্তঃস্বত্তা ছিল। গত ৭ দিন ধরে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তার স্বামী লিটন কাছে তার খোঁজ খবর জানতে চাইলে সে নানা ভাবে ছল চাতুরুী করতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে  রিমুকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির ঢয়লেট থেকে রিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যাকারী স্বামী লিটনের তথ্য মতে এক  কিলোমিটার খটশিংগা শিব রাম বাটি সুমন ঝালাই মেকারের টয়লেট থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । হত্যাকারী লিটনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে জানানো যাবে সে কেন তার স্ত্রীকে হত্যা করেছে। এদিকে নিহত রিমু আক্তারের বাবা থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code