আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ০২:৫৩ অপরাহ্ণ
ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ নারী ফুটবল দলের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার। মিয়ানমারে পা রাখার আগে সে স্বপ্নের কথা বলেছিলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার।
আজ ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে সেই স্বপ্ন বাস্তবের পথে অনেকটাই এগিয়ে গেল।
র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ নারী দল। দুই অর্ধে ‍ঋতুপর্ণা চাকমা করেন দুর্দান্ত দুটি গোল।
ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ১৯তম মিনিটে ফ্রি কিক থেকে ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। ৭২তম মিনিটে দুর্দান্ত ড্রাইভে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এরপর ৮৮তম মিনিটে উইন উইনের গোলে ব্যবধান কমায় মিয়ানমার, তবে তা জয় আটকাতে পারেনি।
আজ গোলপোস্টে ছিলেন নিরাপত্তার প্রতীক-রুপনা চাকমা, যিনি সময় মতো বেরিয়ে এসে একাধিক আক্রমণ রুখে দিয়েছেন। এই বাছাই পর্বে আগের ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
 দুই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বাংলাদেশ। মিয়ানমারের অর্জন ৩ পয়েন্ট।
আজ ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। দ্বিতীয় মিনিটেই গোলের চেষ্টা করে বসে বাংলাদেশ, আর তৃতীয় মিনিটে মিয়ানমারের বিপজ্জনক আক্রমণ আটকে দেন শামসুন্নাহার সিনিয়র।
১৮তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার প্রথম শট রক্ষণে প্রতিহত হলেও ফিরতি শটে দারুণভাবে জাল খুঁজে নেন তিনি।
এ গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মিয়ানমার চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়েনি।
 শামসুন্নাহার, আফঈদা, রুপনা-সবার দৃঢ়তা ছিল প্রশংসনীয়। ৭২তম মিনিটে আবারও বাজিমাত ঋতুপর্ণার। প্রতিপক্ষ বক্সের উপরে বল পেয়ে চমৎকার শটে করেন নিজের দ্বিতীয় গোল।
শেষদিকে মিয়ানমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৮তম মিনিটে গোল করে ব্যবধান কমায় উইন উইন। তবে রক্ষণভাগের একাগ্রতায় এবং রুপনার তৎপরতায় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মিয়ানমার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। তাদের হারিয়ে বড় চমক দিল মেয়েরা। এ অবস্থায় বাংলাদেশ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে।
সে ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব। দল পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন’স এশিয়ান কাপের টিকিট।
Manual1 Ad Code
Manual5 Ad Code