আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান

editor
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ণ
সিলেটে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকাল ৪টায় এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী (পুলিশ সদস্যদের সন্তানদের) বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ এর ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি বিতরণ করেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা।
পুলিশ কমিশনার মোট ১১ (এগারো) জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি প্রদান করেন। পুলিশ কমিশনার এসময় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য দিকনির্দেশনামূলক উপদেশ দেন।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মোঃ শরীফুল ইসলাম, কাওছার আহমদ হায়দরী, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারস কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট-এর প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।