আজ বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে জলঢাকায় মানববন্ধন  

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে জলঢাকায় মানববন্ধন  

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর জলঢাকায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
শনিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আাসাদুজ্জামান সুমন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রবিউল ইসলাম রাজ,সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানি ডলার,সাধারণ সম্পাদক শাহজাহান সুজন,নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,রিপোর্টাস ক্লাবের সভাপতি এন আই মানিক,সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,সন্ত্রাসী কর্মকান্ডের ছবি তুলতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে
সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান তারা।
তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানানো হয় উক্ত মানববন্ধনে।