আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বড় ধরনের হার, গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ
বড় ধরনের হার, গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ

Oplus_16908288

Sharing is caring!

Manual2 Ad Code
ক্রীড়া ডেস্কঃ
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো নুরুল হাসান সোহানের দল।
শনিবার (২৩ আগস্ট) টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’।
 একবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিশান আলম। তরুণ এই ওপেনার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাঈম শেখ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ বলে ৫০ রান করেছেন ওপেনার জিশান আলম। এছাড়া আফিফ হোসেন ২৩ বলে ৪৯ ও ইয়াসির রাব্বি ১৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অ্যাডিলেডের দুই ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টারের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। বিশেষ করে হার্ভি দুর্দান্ত ব্যাটিং করেছেন। পেয়েছেন সেঞ্চুরির দেখাও। সবমিলিয়ে ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেছেন এই ওপেনার।
এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আরেক ওপেনার উইন্টার করেছেন ৩৫ বলে ৩৫ রান। এছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি।
 ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। অন্যদিকে, বড় হারে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ।
Manual1 Ad Code
Manual7 Ad Code