আজ বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক’: ট্রাস্টি রুবেল বড়ুয়া 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ
অগ্নিকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক’: ট্রাস্টি রুবেল বড়ুয়া 

Sharing is caring!

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া
সাংবাদিক ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
মাস্টারদা সূর্যসেন । মাস্টারদা সূর্যসেন সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী।
প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সংগঠক রুবেল বড়য়া।
বক্তব্য দেন একুশে পদকে ভূষিত যাত্রাশিল্পী মিলন কান্তি দে, ট্রাস্টি মোহাম্মদ আলী, ট্রাস্টি অরুন বিকাশ চৌধুরী, সাংবাদিক আবদুল হাকিম রানা, আজীবন সদস্য রূপক চক্রবর্তী, সরিৎ চৌধুরী, সংগঠক তাপস দে, সঙ্গীত শিক্ষক বরুণ পালিত, শিক্ষক চন্দন দাশ, শিক্ষক মঞ্জু রায়, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, সুমী দেবী, প্রিয়া দে, রুপশ্রী চক্রবর্তী, সুপ্তা চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন প্রীতিলতা সাংস্কৃতিক জোট।
আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শেষে বীরকন্যা আবক্ষ প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিথিবৃন্দ।
Manual1 Ad Code
Manual6 Ad Code