আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত বাইক আরোহীকে আটকাতে পুলিশের ধাক্কা- দূর্ভাগ্যবশত ট্রাকের নিচে পা কাটা পরল পুলিশ সদস্যের

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০২:১৩ অপরাহ্ণ
চলন্ত বাইক আরোহীকে আটকাতে পুলিশের ধাক্কা- দূর্ভাগ্যবশত ট্রাকের নিচে পা কাটা পরল পুলিশ সদস্যের

Sharing is caring!

Manual5 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে দায়িত্বকালীন বাইকের গতিরোধ করতে গিয়ে  ধাক্কা দেয় দায়িত্বরত এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে থাকা অন্য এক পুলিশ সদস্যকে গিয়ে ধাক্কা দিলে তিনি ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে থেঁতলে যায় ওই পুলিশ সদস্যের ডান পা। পরে অবস্থা ঘোরতর থাকায় কেটে ফেলতে হয় ওই পুলিশ সদস্যের পা।

গত রোববার (২২ জুন) সকালে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

থানা পুলিশ জানিয়েছে, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় সিগনাল দিয়ে মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। কিন্তু প্রথমে থামতে চাইলেও চালাকি করে বেপরোয়া গতিতে চলে যেতে চাইলে মোটরসাইকেল আটকাতে গিয়ে এক পর্যায়ে আলা উদ্দিন  ট্রাকের নিচে পড়েন। তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এসআই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক-হেলপার ও দুই বাইক আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

আসামীরা হলেন,  মোঃ শহিদুল ইসলাম (২৬) (ট্রাক ড্রাইভার), আলী হায়দার (২০) (হেলপার)  ওমর ফারুক তৌহিদ (২৩) মটর সাইকেল ড্রাইভার, ও মোঃ হাসান (২৪) (মটর সাইকেল আরোহী)। তাদের ২৩ জুন সকালে আদালতে প্রেরণ হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম  বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচারের হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আটকানোর জন্য লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করছিল। সেখানে একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়া হয়েছিল। কিন্তু সেটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে চলে যায়। একই গতিতে পেছনে আরেকটি মোটর সাইকেল আসছিল। সেটিও সংকেত অমান্য করে চলে যাবার চেষ্টা করলে পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করেন।

Manual5 Ad Code

তখন মোটর সাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। অন্যদিকে একইদিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন কনস্টেবল আলাউদ্দিন। ট্রাকটি অবশ্য দ্রুত গতি নিয়ন্ত্রণে নিয়ে থেমে যায়। ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে আঘাত তেমন গুরুতর নয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, রবিবার ভোর ৬ টায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।

Manual1 Ad Code
Manual8 Ad Code