Sharing is caring!
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ:
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে (১০ অক্টোবর) সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের আব্দুর জহুর সেতুর কাছে চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও সরাসরি সচেতনতামূলক প্রচার চালানো হয়। এসব লিফলেটে ছিল নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা নানা বার্তা।
ক্যাম্পেইনের পরিচালনার দায়িত্বে ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলন। তার নেতৃত্বে সংগঠনের অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেতুর উভয় পাশে চলাচলে উপস্থিত চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশে সরাসরি সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয় এবং সচেতনতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।
নিসচা সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মোটরযান চালকদের প্রতি আহ্বান জানানো হয়—তারা যেন ট্রাফিক আইন মেনে চলে, চালনার পূর্বে গাড়ির যান্ত্রিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে এবং যাত্রাপথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। একইভাবে মালিকদের তাদের যানবাহন নিয়মিত ফিটনেস পরীক্ষার আওতায় আনার আহ্বান জানানো হয়। যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন চালকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করেন এবং নিজেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকেন। পথচারীদের সড়ক পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ নুর, ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, এমডি মহসিন, আব্দুল মতিন পীর, আবু হুরায়রা ফাহিম প্রমুখ।