আজ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সারওয়ার আলম

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সারওয়ার আলম

Sharing is caring!

Manual4 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
আজ থেকে সারাদেশ ব্যাপী শুরু হয়েছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুর জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।দেশের অন্যান্য জেলার মতো সিলেট জেলায় ও আজ থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিবি)-২০২৫।
ক্যাম্পেইনের প্রথম দিন রবিবার (১২ অক্টোবর) সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দক্ষিন সুরমা উপজেলার মাদ্রাসায়ে মদীনাতুল উলুম খিত্তা গোপশহর মাদ্রসায় শিক্ষার্থীদের মাঝে টিকাদান শুরু হয়।এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. নিয়াজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ইউএনও উর্মি রায়, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সালাউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কোর্ডিনেটর ডা. খালিদ বিন লুৎফুর ও ইউনিসেফের ন্যাশনাল ইপিআই কনসাল্টেন্ট ডা. নবজ্যোতি দেব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি হাজী আশরাফ খান, মাদ্রাসার মাওলানা হাফিজ তফজুল হক, ১ নং মোল্লারগাও ইউপি চেয়ারম্যান মামুন খান, গোপশহর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম দিলার।
এ সময় উক্ত মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন কওমি মাদ্রাসাটিকে উদ্ধোধনের জন্য বেছে নেয়ায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দুইজন স্বাস্থ্য সহকারী  সুমন চন্দ্র দেবনাথ এবং পার্বতী রায়, মাদ্রাসার দুইজন শিক্ষার্থীকে টিকাদানের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করেন।আগামী ১৩নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে৷ সিলেট জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,৫৩,৯৮০ জন।
Manual1 Ad Code
Manual3 Ad Code