Sharing is caring!
তাপস দাশ, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের ৬ষ্ঠ তলার হলরুমে আজ অনুষ্ঠিত হয়েছে “সেন্টস আই ইভি (ইলেকট্রিক বাইক)” শোরুমের উদ্বোধন অনুষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ২৫মিনিটে রশ্নি মহলে, যেখানে উপস্থিত ছিলেন অতিথি, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিশিষ্টজন। উদ্বোধন করেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
অনুষ্ঠানে জানানো হয়, ‘সেন্টস আই ইভি’ বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক সরবরাহে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্টের আউটডোর লোবিতে বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক প্রদর্শনীর জন্য রাখা হয়, যা অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রদর্শিত বাইকগুলোর মধ্যে উদ্বোধনের জন্য রাখা মডেলটি ছিল তাদের কালেকশনের সর্বোচ্চ মূল্যের।
এ সময় কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে যদি আমন্ত্রিত অতিথিদের কেউ বাইক ক্রয় করতে চান, তাহলে মূল মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ৬% ছাড়ে প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকায় বাইকটি দেওয়া হবে। এছাড়াও, বিভিন্ন মূল্যের আরও বেশ কিছু মডেল শোরুমে পাওয়া যাবে বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় নাস্তা ও রিফ্রেশমেন্ট। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি অতিথি ও উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।