Sharing is caring!
মো: জাফর ইকবাল,
মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেনের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) জাতীয় পরিসংখ্যান দিবস উযাপিত এবং বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন পরিসংখ্যান জেলা পরিসংখ্যান অফিসার উপ পরিচালক বাদল মিয়া।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী জুলাই যোদ্ধা মতিন বকশ, পৌর আমির মৌলানা তাজুল ইসলাম, উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী মঞ্জুর আহমেদ ,মিছবাউর রহমান, তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, ভোক্তা অধিকার দপ্তরের পরিচালক আল আমিন এবং সরকারি কর্মকর্তাবৃন্দ। জাতীয় পরিসংখ্যান দিবসের তাৎপর্য হলো দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপগী পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
এই দিবসটি পরিসংখ্যানের মাধ্যমে সরকারি নীতিনির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক। এর মূল উদ্দেশ্য হলো পরিসংখ্যান ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরি করা এবং পরিসংখ্যান সংস্থাগুলোর ( বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) কাজের স্বীকৃতি দেওয়া।