আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
জুড়ীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

Sharing is caring!

Manual7 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী:

Manual8 Ad Code

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ীতে ৫৪তম জতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। সভায় বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কন্টিনালা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জমির আলী, সহ সভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডা: ফারুক আহমেদ, সদস্য খোরশেদা বেগম, শিউলী বেগম, রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক সুমন্ত কুমার পাল, নতুনকুঁড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম প্রমূখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সমবায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দ্বারা ন্যায়নীতি ও নিষ্ঠার ভিত্তিতে গঠিত ও পরিচালিত এক সামষ্টিক কর্মপ্রচেষ্টা। সমবায় প্রতিষ্ঠানসমূহে ভ্রাতৃত্ব, সমবেত প্রচেষ্টা ও মূল্যবোধের চর্চা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পাশাপাশি একটি জনমুখী প্রতিষ্ঠান গড়তে সমবায় কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code