আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল-সিলেট রুটে যাত্রা শুরু করল ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’ নন-স্টপ বাস সার্ভিস

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল-সিলেট রুটে যাত্রা শুরু করল ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’ নন-স্টপ বাস সার্ভিস

Sharing is caring!

Manual1 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে শ্রীমঙ্গল থেকে সিলেট রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন নন-স্টপ বাস সার্ভিস ‘বিসমিল্লাহ এস.এম.এস এক্সপ্রেস’। শনিবার (১ নভেম্বর) থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করেছে এই সার্ভিস।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল কাউন্টার সুপারভাইজার মো. আলী জানান, প্রতিদিন শ্রীমঙ্গল ও সিলেট থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর একটি করে বাস ছাড়বে। এই রুটে প্রতিদিন মোট ৫৫টি গাড়ি চলাচল করবে।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ম্যানেজার মো. ফজলু আহমেদ বলেন, “যাত্রীদের সময় ও আরামের কথা ভেবে আমরা সার্ভিসটিকে সম্পূর্ণ নন-স্টপভাবে চালু করেছি। নিরাপদ, আরামদায়ক এবং সময়নিষ্ঠ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, প্রতিটি বাস মৌলভীবাজার ও শেরপুরে মাত্র ১০ মিনিট করে যাত্রাবিরতি দেবে।

Manual8 Ad Code

নন-এসি ভাড়ার তালিকা অনুযায়ী,
শ্রীমঙ্গল থেকে সিলেট ১৭০ টাকা,
শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ৪০ টাকা,
মৌলভীবাজার থেকে শেরপুর ৫০ টাকা,
এবং শেরপুর থেকে সিলেট ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর থেকে এই রুটে এসি সার্ভিসও চালু হচ্ছে। এসি ভাড়া হবে:
শ্রীমঙ্গল-সিলেট ২৩০ টাকা,
শ্রীমঙ্গল-মৌলভীবাজার ৬০ টাকা,
মৌলভীবাজার-শেরপুর ৭০ টাকা,
এবং শেরপুর-সিলেট ১০০ টাকা।

শ্রীমঙ্গলে বাস কাউন্টারটি অবস্থিত র‌্যাব অফিসের সামনে।
যোগাযোগ:
সুপারভাইজার মো. আলী – ০১৮৮৫-৭৭৪৮৮৬
ম্যানেজার মো. ফজলু আহমেদ – ০১৭১১-৪১৯৭৯৫

এই নতুন সার্ভিসের মাধ্যমে শ্রীমঙ্গল-সিলেট মহাসড়কে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code