আজ শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি নিবন্ধন পেলেন সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ণ
সরকারি নিবন্ধন পেলেন সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

Sharing is caring!

Manual6 Ad Code
উৎপল বড়ুয়া:
সিলেটের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সংগঠনটিকে যুব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁন, দায়িত্বশীল সদস্য আরাফাত রহমান চৌধুরী, সাইয়ান আহমদ চৌধুরী এবং হাম্মাদ বিন আনিস সরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলার উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।
এ সময় উপপরিচালক মহোদয় সংগঠনের সভাপতি ছালিম আহমদ খাঁনের হাতে সরকারি নিবন্ধন সনদ হস্তান্তর করেন।
সনদে উল্লেখ রয়েছে  “সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন এবং পরিচালনা আইন ২০১৫-এর ধারা ৪ এবং যুব সংগঠন নিবন্ধন ও পরিচালনা বিধিমালা ২০১৭-এর বিধি ৩(৪) অনুযায়ী ২০/১১/২০২৫ তারিখে যুউঅ/সিল/০১৬০/২০২৫ নম্বরে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি নিবন্ধিত হলো।”
নিবন্ধন প্রসঙ্গে সংগঠনের সভাপতি ছালিম আহমদ খান বলেন “ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই রক্তদানের পাশাপাশি মানবসেবা, দুর্যোগকালীন সহায়তা, যুবদের সঠিক দিকনির্দেশনা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং মানবিক সমাজ গঠনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ায় আমরা আরও অনুপ্রাণিত। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে।”
Manual1 Ad Code
Manual5 Ad Code