আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
কাপাসিয়ায় পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

Sharing is caring!


Manual5 Ad Code

আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধিঃ

Manual8 Ad Code

কাপাসিয়া উপজেলার পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় ও পেওরাইট ওহাবিয়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া  সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিন ব্যাপী পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় ও ওহাবিয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই অনুষ্ঠান হয়।
কড়িহাতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন শোয়াইব হজ্জ  ট্রাভেলস সার্ভিসেস এর ম্যানেজিং ডাইরেক্টর  আলহাজ্ব মোঃ শোয়াইব খান।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি এড,মোঃ লুৎফুর রহমান, যুবদলের আহবায়ক এইচ আর এন্টারপ্রাইজের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ হারুন অর রশিদ।
পৃষ্ঠপোষক কড়িহাতা ইউনিয়ন যুবদলের সিনিয়র আহবায়ক ও গাজীপুর জেলা দায়রা জজ আদালতের এপিপি মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ মেহমান পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও কড়িহাতা ইউনিয়ন বিএনপির  সাবেক যব বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম।সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান, পেওরাইট ওহাবিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মহসিন আকন্দ,২ নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা ও সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য  মোঃ আশ্রাফ আলী,সাহাদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, ২ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদুল আলম ছানা উল্লাহ সহ কড়িহাতা ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে  অতিথিরা পুরস্কার বিতরণ করেন ।
Manual1 Ad Code
Manual7 Ad Code