আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীপন্থী চিকিৎসক গুরুদাস মণ্ডলের বদলি বাতিল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:২১ অপরাহ্ণ
আওয়ামীপন্থী চিকিৎসক গুরুদাস মণ্ডলের বদলি বাতিল

Sharing is caring!


Manual7 Ad Code

টাইমস নিউজ 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. গুরুদাস মণ্ডলকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

বিগত আওয়ামী সরকারের পক্ষ নিয়ে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামায় ৫ আগস্টের পর তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছিল। দুই মাসের ব্যবধানে ফের তাকে নিউরো সায়েন্সে নিয়ে আসা হয়। এর প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে পড়তে হয় হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে। ফলে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যাপক দীন মোহাম্মদ।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের ১১ ফেব্র“য়ারির স্মারকে ডা. গুরুদাস মণ্ডলকে সংযুক্ত হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতাল, ঢাকায় বদলি/পদায়ন বাতিল হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উলে­খ করা হয়েছে।

এর আগে গুরুদাস মণ্ডলের বদলি বাতিলে বুধবার হাসপাতালের ৪০২ নম্বর কক্ষে জরুরি বৈঠকে বসেন বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকরা। এ সময় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা চালান। অভিযোগ ওঠে হামলাকারীরা নিউরো সায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত। এরপর কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code