আজ রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ থাকবে

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০২:২০ অপরাহ্ণ
যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ থাকবে

Sharing is caring!

টাইমস নিউজ

বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুটি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, নববর্ষ উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম বেশি হওয়ায়, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। জননিরাপত্তা এবং নির্বিঘ্ন আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।