আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ঠে  দুই বোনের মৃত্যু 

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ণ
পুঠিয়ায় ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ঠে  দুই বোনের মৃত্যু 

Sharing is caring!

Manual8 Ad Code
মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাড়ির ফ্রিজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া এলাকায় রোববার (২০ এপ্রিল) বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলপাড়া এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গলপাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও সোলাইমানের বড় মেয়ে ও ছেলে পানিতে ডুবে এবং ছোট ছেলেকে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code