আজ বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় নৌবাহিনী: নৌ পরিবহন উপদেষ্টা

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় নৌবাহিনী: নৌ পরিবহন উপদেষ্টা

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২ জুন) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এতদিন ধরে বন্দরে কাজ করা কারো চাকরি যাবে না, যে যে পদে কাজ করছিলেন তাই করবেন।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ার টেক। তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই।
চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকেই চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে।
এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
উপদেষ্টা বলেন, তিন মাসের মধ্যে মোংলা পোর্টে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন। এই পোর্ট গাড়ি আমদানির জন্য ব্যবহারের চিন্তাভাবনা আছে।