আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক-২

editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক-২

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মোঃ মনির হোসাইন (৩৮)।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে ড্রাইভার সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।
গাড়ি তল্লাশি করে মোট ১৬,১৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর সর্বমোট বাজারমূল্য প্রায় ৪৯,৭৭,৩৩৬/- টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে  ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।