আজ শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক -২

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক -২

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
বুধবার (৯ জুলাই) রাতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভানুগাছ বাজারের ভাই ভাই ষ্টোর নামক দোকান থেকে এই সিগারেট জব্দ করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে মোট ১,১০,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মোঃ সোহাগ মিয়া (৩২) এবং মোঃ রাহী (১৯)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট আনয়ন ও বিক্রির কথা স্বীকার করেছে।
সিগারেট মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আটককৃতদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।