আজ বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মোল্লা জালাল

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ণ
গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক মোল্লা জালাল

Sharing is caring!

টাইমস নিউজ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।