আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের মোগলাবাজার থানায় পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ “GenieA” এর শুভ উদ্বোধন

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ
সিলেটের মোগলাবাজার থানায় পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ “GenieA” এর শুভ উদ্বোধন

Sharing is caring!

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটের মোগলাবাজার থানায় প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ ‘GenieA’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় মোগলাবাজার থানাধীন মখদ্দছ কমিউনিটি সেন্টারে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সিলেট মোঃ সারওয়ার আলম এবং পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ মাহবুবুর রহমান ।
পুলিশ কমিশনার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই “জিনিয়া” অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে জনগণকে পুলিশের পেছনে দৌড়াতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে পৌঁছে যাবে। এক ক্লিকেই নাগরিকেরা সেবা পাবেন।
তিনি বলেন, জিনিয়া অ্যাপে মাত্র একটি বাটনে চাপ দিলে একটি ইনসিডেন্ট তৈরি হবে, এরপরই একজন অফিসার নিয়োগ দেওয়া হবে। অফিসার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী মেসেজ পাবেন এবং অ্যাপে দেখতে পারবেন যে অফিসার “on the way”। ঘটনাস্থলে পৌঁছানোর পরও তা অ্যাপে দৃশ্যমান থাকবে। ঘটনা সমাধান শেষে “case is resolved” মেসেজ প্রদান করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে “Public Satisfaction” অপশন যুক্ত করা হবে, যাতে সেবার মান সম্পর্কে মানুষের মতামত জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা যায়। জনগণের ভোগান্তি ও বর্তমান অসুবিধা দূর করতেই প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যেকোনো ভুয়া রিপোর্ট বা ভুল তথ্য প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। অসত্য তথ্য বা ভুয়া ক্লিকের মাধ্যমে যেন পুলিশি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Manual1 Ad Code
Manual8 Ad Code