আজ শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নে ভোক্তভুগীর সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নে ভোক্তভুগীর সংবাদ সম্মেলন

Sharing is caring!


Manual6 Ad Code

জাফর ইকবাল, মৌলভীবাজার:

রাজনগরে মহিলা বাউল শিল্পী পরিবারকে ফেইক ফেইসবুক আইডি থেকে মানহানীকর স্ট্যাটাস কমেন্ট ও অন্ত:স্বত্তা স্ত্রীকে মারধোর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী বাউল শিল্পী পরিবার।

শনিবার (৮ নভেম্বর) মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অফিসে ভোক্তভোগী বাউল শিল্পী শিউলী আক্তার (৩০) ও তার স্বামী বাউল শিল্পী হাকিম মিনহাজ (৩৪) সংবাদ সম্মেলন করে তাদের করুন কাহিনী তুলে ধরেন।

Manual7 Ad Code

লিখিত বক্তব্যে তারা বলেন, রাজনগর উপজেলা তেলিজুরী গ্রামে তারা বসবাস করেন। বাউল গানের জগতে তারা সুনাম অর্জন করেছেন। বাউল গানেরর স্বীকৃতি স্বরুপ অনেক পুরুস্কার খ্যাতি অর্জন করেছেন। তাদের এই সুনামের কারনে একি এলাকার নেপুর মিয়া, সাকিম মিয়া, ছানাই মিয়া, ইসমিন বেগম, রুবেল মিয়া, ডালিম মিয়া, লাবনী আক্তার, বিউটি বেগম নানা ভাবে হুমকি দিয়ে তাদের নিকট থেকে বিভিন্ন সুবিধা আদায় করতেন। ইদানিং তাদেরে সুবিধা না দেওয়ায় ফেইক ফেইসবুক আইডি ‘মুখোশ উন্মোচন, বোড়ো মিয়া, ডালিম আহমদ নামের ফেইক আইডি সহ বিভিন্ন আইডি দিয়ে বাউল শিল্পী শিউলী আক্তার ও তার স্বামী বাউল শিল্পী হাকিম মিনহাজের উপর অকথ্য ভাষায় লেখালেখি করে মান সম্মান হেয় করে চলছেন।

এব্যাপারে রাজনগর থানায় অভিযোগ করে উপরোন্ত থানা পুলিশ অযথা তাকে পেরেশানি করছে। উল্লেখিত ব্যক্তিদের ও তাদের বাড়ি একত্র হওয়ায় তাদের ওয়াইফাই পাসওয়ার্ড হেক করে নিয়েছে। এব্যাপারে রজনগর থানায় অভিযোগ করার পরও কোন কার্যকারী পদক্ষেপ নেওয়া হচ্ছেনা।

Manual4 Ad Code

এছাড়া বিগত ২০১৭ সালে নেপুর মিয়া, ডালিম মিয়া, সিজু মিয়া, ৬০ পরিবারের নিকট থেকে বিদ্যুৎ এনে দেওয়ার কথা বলে ১২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরে বিদ্যুৎ এর ব্যবস্থা করতে না পারায় তাদেরে জিজ্ঞাসাবাদ করায় স্ত্রী শিউলি আক্তার ও তাকে মারধোর করে মারাত্নক ভাবে আহত করে।

২৩ সালের মার্চ মাসে জগলু মিয়া, ফজলু মিয়া, রুজেল মিয়া, দুবাই হয়ে ইতালী রাষ্ট্রে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নাম করে ১০ লাখ টাকা নেয়। পরে জাল বিসা টিকেট দেওয়ায় পরপর ২ বার এয়ারপোর্ট থেকে ফেরৎ আসেন। পরে টাকা ফেরৎ চাওয়ায় তার স্ত্রী সহ তাকে মারধোর করা হয়। এব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে মামলা করেন। মামলা নং- সিআর ২৩১/২৩ ইং।

Manual6 Ad Code

ইদানিং ১ নভেম্বর ছানাই মিয়া ওয়ইফাই পাসওয়ার্ড হেক করে। এই বিষয়ে প্রতিবাদ করলে ৬ মাসের অন্ত: সত্তা স্ত্রীকে মারধোর করে নেপুর মিয়া, সাকিম মিয়া, ছানাই মিয়া, ইসমিন বেগম, রুবেল মিয়া, ডালিম মিয়া, লাবনী আক্তার, বিউটি বেগম।

Manual3 Ad Code

এব্যাপারে রাজনগর থানায় অভিযোগ করার পর তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর অজ্ঞাত কারনে মামলাটি আপোষ করার প্রস্থাব দেন। প্রানের নিরাপত্তা ও মান সম্মানের ভয়ে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে পালিয়ে মৌলভীবাজার একটি হোটেলে মানবেতর জীবন কাটাচ্ছেন। বাউল শিল্পী হাকিম মিনহাজ অন্ত:স্বত্তা স্ত্রী ও তারা শিশু সন্তানকে বাঁচাতে উর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

Manual1 Ad Code
Manual3 Ad Code