Sharing is caring!
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৬ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার(২৭নভেম্বর)ভোরে মাওনা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলসয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল মিয়া জামালপুর জেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়া বাড়ি এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে গ্রেফতার জুয়েলকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, বাসের বি-১ সিটে বসেছিলেন জুয়েল। লকারে রাখা তার ব্যাগ ও কার্টুন তল্লাসী করে ৬টি প্যাকেটে ২৬কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন, বাসের টিকিট জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ১০লাখ ৬০ হাজার টাকা।তিনি জামালপুর থেকে পঞ্চগড় যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল ওয়াদুদ জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।