আজ শুক্রবার, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়েছেন পি কে হালদার

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:২০ অপরাহ্ণ
জামিনে মুক্তি পেয়েছেন পি কে হালদার

Sharing is caring!

টাইমস নিউজ 

 

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দীর্ঘ আড়াই বছর ভারতের জেলে থাকা পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তম মিত্র ওরফে উত্তম কুমার মিস্ত্রি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কারাগার থেকে মুক্তি পান পি কে হালদার। এদিকে জামিনের সঠিক নথি না থাকায় মুক্তি পাননি আরেক অভিযুক্ত স্বপন মিত্র ওরফে স্বপনকুমার মিস্ত্রি।

এদিন জেল থেকে বের হয়েই পি কে হালদার বলেন, আমি এখন কিছু বলব না। পরে বলব। আমি আমার আইনজীবীর সাথে কথা বলে পরে জানাবো।

এর আগে, শুক্রবার কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করেছিলেন পি কে হালদার, উত্তম মিস্ত্রি ও স্বপন মিস্ত্রির।

প্রত্যেককে ১০ লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেছিলো আদালত। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছিলো মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এছাড়া রাজ্য বা দেশ ত্যাগ না করারও শর্ত দেয়া হয়।

এই মামলায় ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে-র ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।