আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গঁড়ে তুলতে হবে: সিলেট পুলিশ কমিশনার

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০৪:১০ অপরাহ্ণ

Sharing is caring!

Manual4 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গঁড়ে তুলতে হবে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের ইংরেজী, ডিজিটাল মাল্টি মিডিয়ায় পারদর্শী করে গঁড়ে তোলা অপরিহার্য। এ জন্যে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রয়াস চালাতে হবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকরী শিক্ষক জাকির আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান হাদী ও পিংকি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড  অপারেশন) মুহাম্মদ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার  তাহিয়াত আহমদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (নর্থ) শাহরিয়ার আলম, অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক ও ম্যানেজিং কমিটির সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক, পরিবেশ ও সমাজকর্মী আহমদ কবির রিপন, লিজা তালুকদার, শিক্ষার্থী মাহিনুর রহমান, অর্পিতা পাল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাওছার রহমান মোত্তাকী, শ্রীমৎ ভগবত গীতা পাঠ করেন দিপান্বিতা দেবনাথ।
Manual1 Ad Code
Manual2 Ad Code