আজ শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ মাদকাসক্তের বিনাশ্রম কারাদণ্ড  

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ মাদকাসক্তের বিনাশ্রম কারাদণ্ড  

Sharing is caring!

Manual3 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. অমিদুল ইসলাম আপন (২২), সুবল শীল (৩৬) ও আশিক খন্দকার (২৬) নামের ৩ মাদকাসক্ত যুবককে বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এর আগে বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম ও মুনশুরপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ মাদকাসক্তকে আটক করে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তরা হলেন আপন কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের মো. আলমের ছেলে, সুবল একই এলাকার মুনশুরপুর গ্রামের পরিমল শীলের ছেলে আশিক একই গ্রামের আরিফ খন্দকারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, বুধবার বিকেলে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম ও মুনশুরপর থেকে ৩ মাদক সেবনকারীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩টি মামলায় আপন নামেক এক যুবককে ৪ মাস ও সুবল ও আশিক নামে দুই যুববকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার মো. মোজাম্মেল হক বলেন, সাজাপ্রাপ্তদের গাজীপুর জেলা জেলখানায় প্রেরণ করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, বেঞ্চ সহকারী আলামিন ভূঁইয়া সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code