আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:০৭ অপরাহ্ণ
বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের

Sharing is caring!

Manual8 Ad Code

আব্দুল কাদের শীতল 

Manual3 Ad Code

মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। তবে মুক্তির বিচারে তার প্রথম সিনেমা হয়ে যাচ্ছে ‘প্রিয় মালতী’। এই সিনেমা দিয়েই আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

‘প্রিয় মালতী’র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ইতোমধ্যে ইউ গ্রেড নিয়ে সেন্সরের অনুমোদন পেয়ে গেছে এই সিনেমা। ইউ গ্রেড-এর অর্থ সব বয়সিরাই প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অন্যতম প্রযোজক আদনান আল রাজীব।

জানা যায়, সিনেমার গল্পে মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

Manual7 Ad Code

দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় রাজত্ব করছেন মেহজাবীন। তার নাটক-টেলিফিল্মে বুঁদ দর্শক এবার বড়পর্দায়ও মেহজাবীনের ঝলক দেখতে পাবেন। প্রেক্ষাগৃহে অভিষেকের বার্তা দিয়ে ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’

এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রশংসিত হয়েছে এই সিনেমা।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code