আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান

editor
প্রকাশিত মে ৯, ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ
পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।
শুক্রবার (৯ মে) ভোরে এ টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের দাবি, জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান।
তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয়।
এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নয়াদিল্লির এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, দুজন পাকিস্তানি পাইলট আটক হয়েছেন, লাহোরে হামলা হয়েছে এবং করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এসবের কোনো সত্যতা নেই।