আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

admin
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ণ
ভারতের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

Sharing is caring!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে

ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।  বিমানবন্দরগুলো হলো-

আধামপুর বিমানবন্দর

আম্বালা বিমানবন্দর

অমৃতসর বিমানবন্দর

অবন্তিপুর বিমানবন্দর

বাথিন্দা বিমানবন্দর

ভুজ বিমানবন্দর

বিকানের বিমানবন্দর

চণ্ডীগড় বিমানবন্দর

হালওয়ারা বিমানবন্দর

Manual4 Ad Code

হিন্দন বিমানবন্দর

জয়সালমির বিমানবন্দর

জম্মু বিমানবন্দর

জামনগর বিমানবন্দর

যোধপুর বিমানবন্দর

Manual5 Ad Code

কান্দলা বিমানবন্দর

কাঙ্গরা বিমানবন্দর

কেশোদ বিমানবন্দর

কিষাণগড় বিমানবন্দর

কুল্লু মানালি বিমানবন্দর

লেহ বিমানবন্দর

লুধিয়ানা বিমানবন্দর

মুন্দ্রা বিমানবন্দর

নালিয়া বিমানবন্দর

পাঠানকোট বিমানবন্দর

পাতিয়ালা বিমানবন্দর

পোরবন্দর বিমানবন্দর

রাজকোট বিমানবন্দর

সারসাওয়া বিমানবন্দর

শিমলা বিমানবন্দর

শ্রীনগর বিমানবন্দর

দোইসে বিমানবন্দর

Manual7 Ad Code

উত্তরলাই বিমানবন্দর

এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।  দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

Manual1 Ad Code
Manual8 Ad Code